নিশ্বাস ছাড়িতে না দেয় ঘরের গৃহিণী।
বাহিরে বাতাসে ফাঁদ পাতে ননদিনী।।
শুন শুন প্রাণ প্রিয় সই।
তুমি সে আমার আমি সে তোমার,
তেই সে তোমারে কই। ধ্রু।।
বিনিছলে ছার দেশে সদাই ধরে চুরি।
হেন মনে করে জলে প্রবেশিয়া মরি।।
সাধেতে বেড়াই যদি সখীগণ-সঙ্গে।
পুলকে পূরয়ে তনু শ্যাম-পরসঙ্গে।।
পুলক ঢাকিতে নানা করি পরকার।
নয়নের ধারা মোর বহে অনিবার।।
পোড়া লোকে না জানে পীরিতি বলে কারে।
তুমি যদি বল সমাধান দেই ঘরে।।
চণ্ডীদাসে বলে শুন আমার যুকতি।
অধিক যাতনা যার দ্বিগুণ পীরিতি।।