নীরাধিপভৃত্যরূপ।
হরল নন্দ ব্রজক ভূপ।।
ঐছন শুনি গোপশূর।
ত্বরিতে আইলা বরুণপূর।।
হেরি বরুণ চরণে গীর।
ধূলি লুঠয়ে ধূসর শীর।।
সিংহাসন দেই তাহি।
পূজল কত অবধি নাহি।।
তাত লেই চলল পূর।
ব্রজজনদুখ গেও দূর।।
জীবন পাই নন্দরাণী।
প্রেমে বিভোর কিছু না জানি।।
ব্রজভূপতি চমক পাই।
নিজগণে সব কহল যাই।।
গোপীগণ পাওল সূখ।
টূটল সব বিরহ দূখ।।
আনন্দে ব্রজলোক ভাস।
হেরত সুখে মাধব দাস।।