পঞ্চবাণধারী পরমন্দকারী
তোরে বা বলিব কি।
তোর আকর্ষণে পিরীতের ফাঁদে
আমি সে ঠেকিয়াছি।।
এত দিনে তোর মরম বুঝিলুঁ
অনঙ্গ তোহারি নাম।
অঙ্গ বা থাকিলে আর কি হইত
কি জানি কি গুণগাম।।
মনের মাঝারে পশিয়া নারীর
সরম করিলি দূর।
তার প্রতিফল হইবে তোমার
কহিলুঁ বচন গূঢ়।।
কালার পিরীতি লাগি তোর শরে
কাতর হৈয়াছি আমি।
কহয়ে উদ্ধব যে জন অন্তরে
তারে কি ছাড়িবে তুমি।।