পঞ্চ-বরিখ বয়সাকৃত-মোহন
ধাবমান পর অঙ্গনা।
নবনী পাণি উরথলে মাখন।
খায়ত মিটায়ত বয়না।।
দোলে দোলে মোহন গোপাল।
প্রখর চরণ-গতি মুখর কিঙ্কিণি কটি
লোটন লোলয়ে বনমাল।।ধ্রু।।
সোণায় বান্ধিলা ভাল রুরু-নখ উরে মাল
পিঠে দোলে পাটকি থোপ।
খেনে আলগাথি দেই খেনে ভূমে গড়ি যাই
খেনে পরসন্ন খেনে কোপে।।
নন্দ সুনন্দ যশোমতি রোহিণি
আনন্দে সুত-মুখ চায়।
নয়ন-দৃগঞ্চল কজরে রঞ্জিত
হাসি হাসি বদন দেখায়।।
কুন্তলে রতন মণি ঝলমল সুশোভনী
কুণ্ডলে গণ্ড উজালা।
ঘনরাম দাসের বাণী শুন শুন নন্দরাণি
ননী দিয়া নাচাও গোপালা।।