পটাম্বর পরি অব নব নাগরি
যৈছন কয়ল পয়ান।
শিরে সিঁথি করি কামসিন্দুর পরি
লখই না পারই আন।।
দেখ সখি অদভূত রঙ্গ।
রসিক-শিরোমণি রমণী বেশ ধরি
আওত দূতিক সঙ্গ।। ধ্রু।।
আগু আগু পদ বাম বাম গতি
মোহিনী চাহনি বামা।
ভানুসুতা মাঝে উপনীত ভেলহি
শ্যাম পেখনু রামা।।
মণিময় কঙ্কণ দুই ভুজে শোহই
শঙ্খ শোভই দুহু মাঝ।
এ হেন চাতুরি কভু নাহি পেখলু
এ মহীমণ্ডল মাঝ।।
অরুণ কিরণ শ্যামা পদতলে পেখনু
তেঞি কয়ল অনুমান।
গোবিন্দদাস কহই রাই নিকট
কানু সে কয়ল পয়ান।।