পটাম্বর পরি অভিনব নাগরি
ঐছন করল পরান।
শির পর সিঁথি করি কামসিন্দুর পরি
লখই না পারই আন।।
দেখ সখি অদভূত রঙ্গ।
রসিকশিরোমণি রমণিবেশ ধরি
আওত দোতিক সঙ্গ।।
আগু পদ বাম বাম গতি ধাবই
মোহিনি চাহনি বামা।
ভানুসুতা পাশে উপনিত ভেলহিঁ
শ্যামা পেখল রামা।।
মণিময় কঙ্কণ দুই ভুজে শোহই
শঙ্খ শোহই তছু মাঝ।
এহেন চাতুরি কবহুঁ না পেখলুঁ
এ মহি-মণ্ডল মাঝ।।
অরুণকিরণ শ্যামা পদতলে পেখলুঁ
তেঞি করিয়ে অনুমান।
বংশীবদন কহ রাইক নিকটহি
ঐছন করল পয়ান।।