পদ আধ চলত খলত পুন বেরি।
পুন ফেরি চুম্বয়ে দুহুঁ মুখ হেরি।।
দুহুঁজন-নয়নে গলয়ে জল-ধার।
রোই রোই সখিগণ চলই না পার।।
খেণে ভয়ে সচকিত নয়নে নেহার
গলিত বসন ফুল কুন্তল ভার।।
নূপুর অভরণ আঁচরে নেল।
দুহু অতি কাতরে দুহুঁ পথে গেল।।
পুন পুন হেরইতে হেরই না পায়।
নয়নক লোরহিঁ বসন ভিগায়।।
চলইতে হেরল নিকটহিঁ গেহ।
পীত বসনে সব গোপয়ে দেহ।।
আপাদবদন সব বসনে বেয়াপি।
অলপে অলপে সভে পদযুগ চাপি।।
নিজ মন্দিরে ধনি আয়লি দেখি।
গুরুজন-গৃহে পুন সচকিতে পেখি।।
তুরিতহিঁ পৈঠলি মন্দির-মাঝে।
বৈঠলি সুন্দরি আপন শেজে।।
নিতি নিতি ঐছন দুহুঁক বিলাস।
নিতি নিতি হেরব বলরাম দাস।।