পবনক পরশহি বিচলিত পল্লব
শবদহিঁ সজল নয়ান।
সচকিতে সঘনে নয়ন ধনি নিরখয়ে
জানল আয়ল কান।।
মাধব সমুঝল তুয়া চতুরাই।
তমালক কোরে আপন তনু ছাপসি
আর কৈছে রহবি ছাপাই।।ধ্রু।।
পুনহি বিলম্বে ফিরয়ে সব কাননে
পুন অনুমানয়ে চীতে।
ভূলল পন্থ অন্ত নাহি পায়ল
না বুঝিয়ে নাগররীতে।।
নূপুর রণিত কলিত নব মাধুরি
শুনইতে শ্রবণ উল্লাস।
আগুসরি রাই কাননে অবলোকই
কহতহি কানুরাম দাস।।