পহলুক পরিচয় পেমক সঞ্চয়
রজনী আধ সমাজে।
সকল কলারস সঁভরি ন ভেলে
বৈরিনি ভেলি মোরি লাজে।।
সাএ সাএ অনুসএ রহলি বহুতে
তহ্নিহি সুবন্ধু কে কহিএ পঠাইঅ
জৌঁ ভমরা হোঅ দূতে।।
খনহি চীর ধর খনহি চিকুর গহ
করএ চাহ কুচ-ভঙ্গে।
একলি নারি হম কত অনুরঞ্জব
একহি বেরি সব রঙ্গে।।
তখন বিনয় জত সে সব কহব কত
কহএ চাহল কর জোলী।
নব রস-রঙ্গ ভঙ্গ ভএ গেল সখি
ওর ধরি ভেল ন বোলী।।
ভনই বিদ্যাপতি সুনু বর-জৌবতি
পহু অভিমত অভিমানে।
রাজা সিবসিংঘ রূপনরায়ন
লখিমা দেই বিরমানে।।