পহিলহি রাই কানু দরশন ভেলি।
পরিচয় দুলহ দূরে রহু কেলি।।
অনুনয় করই অবনত বয়ণী।
চকিত বিলোকনে নখ লিখ ধরণী।।
অঞ্চল পরশিতে চঞ্চল কাহ্ন।
রাই কয়ল পদ আধ পয়ান।।
বিদগধ নায়র অনুভব জানি।
রাইক চরণে পসারল পানি।।
করে কর ধরিতে উপজল পেম।
দারিদ ঘট ভরি পাওল হেম।।
হাসি দরসি মুখ ঝাঁপল গোরী।
দেই রতন পুন পুন লেয়ি চোরি ।।
ভনহুঁ বিদ্যাপতি সুন সুজান।
প্রেম ভরে ভুলল বসিক বরকান।।