পালঙ্কে শয়ন ঘুমে অচেতন
দীঘল বহয়ে শ্বাস।
দীপ করে লই লুবধ মাধব
আওল হামারি পাশ।।
সখি হে কানু সে ঐছন ঢীঠ।
হরষে পরশে অধিক লালসে
বিষম তাকর দীঠ।।ধ্রু।।
জাগাইবে ডরে লহু লহু করে
বসন কয়ল দূর।
কনক গাগরি বেকত নেহারি
নিজ মনোরথ পূর।।
দীপের ছটায় ঝটিতে জাগলু
ভরমে কহলুঁ চোর।
ডরে চোর পাশে আন্ধারে পশিলুঁ
সে মোরে করল কোর।।
হাসিয়া রভসে বান্ধি ভুজপাশে
বিলসে অধিক সুখ।
চম্পতিপতি বেকত কহয়ে
চোরের নিলজ মুখ।।