পিয়া পরবাসে একলি হাম মন্দিরে
দিবস রজনি হাম রোই।
কিয়ে পিক কিয়ে শুক কিয়ে শিখি অলি-কুল
কো নহি উদবেগ দেই।।
হরি হরি এত দুখে জীবন রহই।
নিজ নিরলজপন জগতে জানায়ত
তে লাগি দুঃসহ সহই।।ধ্রু।।
মলয় সমীরণ শশধর চন্দন
কোই নহত অনুকূল।
হরি বিনে হার ভার সম লাগয়ে
শূলসদৃশ ভেল ফুল।।
কাহাঁ হাম যাওব কাহাঁ হাম পাওব
মদন-মনোহর রায়।
চন্দ্রশেখর কহে ধৈরজ ধর ধনি
হাম সব রচব উপায়।।