পুন দেবগণ করিল গমন
রসের সায়রে-কুলে।
মথন করিতে লাগল জতনে
সেই সায়রের জলে।।
মথিতে মথিতে রসের সায়রে
উঠিল পুলক-ধারা।
হেনক সমএ বিরিঞ্চি দেখল
রাখাল জতনে সারা।।
পুনরপি দেব মথিতে লাগল
সেই না সায়র-জলে।
দ্বিতীয় মথনে প্রেমবরিখত
দেব সে দেখল ভালে।।
দ্বিতীয় মথনে উঠল জতনে
আনন্দ-রসের রী।
ভাঙ্গিয়া সে ফল তুরিত দেখল
সভে দেই করতালী।।
মহেশ বলেন– “হেনক রতন
কোথায় রাখিব বল।”
বিরিঞ্চি বলেন– “তার তর-তম
তুমি সে ইহাতে ভোল।।
তুয়া নিজ-স্থানে রাখিল রতনে
রাখহ জতন করি।
গোলোক-সম্পদ করহ আমদ
অনেক জতনে তোরি”
পাইঞা এ দুই “পি-রি” বলি নাম
না পাই তাহার দেখা।
চণ্ডিদাস বলে– প্রেমের সায়রে
তবে সে পাইবে একা।।