পুন পুন গোপি গোঠ-পথ হেরই
তরুতলে ঝাঁপই দেহ।
তৈখনে ক্ষণ- ভঙ্গুর মধুমঙ্গল
রোখি চলত নিজ গেহ।।
সহচরি মনে মনে করি অনুমান।
কবরি উতারি বিবিধ ফুল-মণ্ডিত
চূড়া করল বনান।।
কটিতটে ছান্দি বান্ধি নিজ অম্বর
করি মধুমঙ্গল সাজ।
বনে বনে বাহুড়ি গোকুল-পথ ধরি
মীলল গোঠসমাজ।।
মধুমঙ্গল ফিরি আওল বলি বলি
ঘেরল গোপ গোঁয়ার।
ছল চাতুরি করি মীলল সহচরি
কোই লখই নাহি পার।।
হঠ চাতুরি করি মুরহর করে ধরি
পদ দুই করল পয়ান।
শ্রুতিমূলে বদন দেই সমুঝায়ল
রাইক মনসিজ কাম।।
কপট বেশ ধরি আওল সহচরি
জানল রসময় নাহ।
দীনবন্ধু মুখ হেরি পরম সুখ-
সাগরে করল বিগাহ।।