পুন সে ধরিল অতি মনোহর

পুন সে ধরিল অতি মনোহর
এ নব মূরতি বেশ।
পরিধান নীল বসন ভূষণ
অতি সে চাঁচর কেশ।।
নব সে নলিন ভুবনমোহন
চিত্রের পুতলি যৈছে।
কনক মঞ্জীর সুচারু গঠন
বেকত দেখিল তৈছে।।
সোণার প্রতিমা বিজুরি উজর
নয়ান ভঙ্গিমা তায়।
কনক কটোরি বদরী সমান
দেখি মন মূরছায়।।
নীল শাড়ী তাহে ওড়নী ভঙ্গিমা
চাহনি কটাক্ষ বাঁকে।
মদন কম্পিত হয়ল বেকত
সেই সে মূরতি দেখে।।
মধুর মুরতি হেরি যদুপতি
হরষ পাইল তায়।
পুরবে দেখিল যেমন মূরতি
সেই মত অভিপ্রায়।।
মনমত্তহাতী ধরিতে না পারি
মরমে লাগিল তাহা।
এই অনুমানে, করি নিরীক্ষণে
পুলক মানিল দেহা।।
কহেন সুবল কেন দেখাইনু
মনেতে লাগিল তাহা।
কহ কহ ভাই প্রাণের কানাই
এই সে কেমন দেহা।।
ছাড়িয়া মূরতি সুবল আকৃতি
হইল যেমন সখা।
নন্দের নন্দন মোহিত মানস
চণ্ডীদাস দেখে একা।।



অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ