পুরপতি খেমহ যদি অপরাধ।
মঝু মুখে নয়ন পসারি শুনহ সব
কর জোরি কহ এক বাত।।
রূপে গুণে কুলে শীলে যতেক কলাবতী
গৌরী আরাধন কেল।
তুয়া তনু পাশ বাতাস না পাওল
নয়ন গোচর নাহি ভেল।।
রাধা রমণী শিরোমণি জীবন
পণ করি পাওল শ্যাম।
মধুপুরি পন্থ কুবরি না রাখলি
ঐছে কয়লি পরিণাম।।
ঝামর শ্যামর কোমল বিমল তনু
পাপিনী পরশনে হে।
ইহ কত রাজ বিভূষণ শোভন
তৈছে না শোভয়ে দে।।
ব্রজপুর বিনে তুহুঁ তুহুঁ বিনে ব্রজপুর
কবহুঁ না শোভয়ে শ্যাম।
নীলাম্বর অম্বর গলে করি কহু
চলহ গোকুল ধাম।।