প্রভাতে উঠিয়া বিনোদিনী রাধা
কহিতে লাগিলা কথা–
“তোমরা জানিলে এ সব কাহিনী
হিয়ায় পাইবে ব্যথা।।
আজুর নিশির স্বপন দেখিল
অতি অদভুত বাণী।
শুনহ সজনি তোমরা চেতনি
কি হয়ে নাহিক জানি।।”
সব সখী বলে — “কহ কহ রাধা,
কি হেতু ইহার শুনি।”
রাই কহে সব নিশির স্বপন
কহিতে লাগিল বাণী।।
“নিশি অবশেষে ঘুমে অচেতন
হেনক সময়কালে।
রথ-আরোহণ করি একজন
আইল গোকুলপুরে।
হেন বেলা দেখা হইল আমার
কহিতে লাগিল তারে।।
‘রথ আরোহণে কোথারে গমন
এ পথে যাইছ তুমি।
কি নাম তোমার কহিবে গোচর’
তাহার কহিল আমি।।
কহিতে লাগিল সব বিবরণ–
অক্রূর আমার নাম।
কৃষ্ণ বলরাম আনিতে যতনে
এ কংস রাজার ধাম।।
এ কথা শুনিয়া বেদন পাইয়া
আসিতে গৃহের মাঝে।।”
চণ্ডীদাস বলে– “নিশির স্বপন
মিছা হয় সব কাজে।।”