প্রভাতে উঠিয়া বিনোদ নাগর
চলিলা নাগরি পাশ।
ঘুমে ঢুলু ঢুলু যুগল লোচন
মুখে মৃদু মৃদু হাস।।
কপাল উপরে সিন্দূর বিন্দু
অধরে কাজর দেখি।
হিয়ার মাঝারে যাবকের রেখা
নখচিহ্ন আছে সাখি।।
গলায় দিয়াছে বিনা সুতের মালা
নাগরি দিয়াছে সাধে।
এসব ভূষণ অঙ্গেতে করিয়া
ভেটিতে আইলা রাধে।।
হাসিতে হাসিতে রসিক নাগর
চলিলা রাইয়ের পাশ।
দেখিয়া জ্বলিছে অন্তর পুড়িছে
কহয়ে শেখর দাস।।