প্রাণ ঠাকুর গো, তুমি বিনু ভবে কে আমার।। ধু
প্রেমের ঠাকুর তুয়া করুণা সাগর। তুমি জল স্থল শ্যাম রসের নাগর।।
সিত বর্ণ রূপ ধর জগ মনোহরা। সুধা রস ময় সিন্ধু কমল ভ্রমরা।। * * *
সাহা কেয়ামদ্দিন লক্ষ্যে আলি রাজা ভণে । অপরাধী আছি আমি ঐ রাঙ্গাচরণে।।