প্রেমসিন্ধু গোরা রায় নিতাইতরঙ্গ তায়
করুণাবাতাস চারি পাশে।
প্রেম উথলিয়া পড়ে জগত হাফান ছাড়ে
তাপ তৃষ্ণা সভাকার নাশে।।
দেখ দেখ নিতাই চৈতন্য দয়াময়।
ভক্তহংসচক্রবাকে পিব পিব বলি ডাকে
পাইয়া বঞ্চিত কেন হয়।।ধ্রু।।
ডুবি রূপ সনাতন তোলে নানা রত্ন ধন
যতনে গাঁথিয়া তার মালা।
ভক্তিলতাসূত্র করি লেহ জীব কন্ঠ ভরি
দূরে যাবে শমনের জ্বালা।।
লীলারসসংকীর্ত্তন বিকসিত পদ্মবন
জগত ভরিল যার বাসে।
ফুটিল কুসুম বন মাতিল ভ্রমরগণ
পাইয়া বঞ্চিত কৃষ্ণদাসে।।