ফাগুনে গণইতে গুণগান তোর।
ফুটি কুসুমিত ভেল কানন-ওর।।
ফুল-ধনু লেই কুসুম-শর সাজ।
ফুকরি রোয়ে ধনি পরিহার লাজ।।
ফুকরি কহলুঁ হরি ইথে নাহি ছন্দ
ফিরি না হেরবি রাই-মুখ-চন্দ।।
ফোরল দুহুঁ কর-মকরত বলই।
ফারল নয়ন সঘন জল খলই।।
ফারল কবরি সম্বরি নাহি বান্ধ।
ফনি-পতি-দমন বোলি ঘন কান্দ।।
ফুটত হৃদয় নিদারুণ নেহ।
ফুতকারহি ধনি তেজবি দেহ।।
ফেরি না হেরবি সহচরিবৃন্দ।
ফলব কিনা বুঝল দাস গোবিন্দ