বঁধু, ছাড়িয়া না দিব তোরে।
মরম যেখানে রাখিব সেখানে
হেন মোর মনে করে।।
লোক হাসি হউ যার জাতি যাউ
তবু না ছাড়িয়া দিব।
তুমি গেলে যদি শুন গুণনিধি
আর কোথা তুয়া পাব।।
আঁখি পালটিতে নাহি পরতীতে
থুইতে সোয়াস্তি নাই।
এখন মরণ দশা উপজল
জুড়াব কোন বা ঠাঁই।।
কাহারে কহিব কেব পিত্যাইব
আমার যাতনা যত।
তোমার কারণে এতেক সহিয়ে
নহে পরমাদ হত।।
রাধার বচন শুনি সুনাগর
গদ গদ ভেলা দেহা।
আমি সে তোমার প্রেমে আছি বশ
মরমে বেঁধেছি লেহা।।
চণ্ডীদাস কয় দুঁহু এক হয়
ইহার না হয় ভিনু।
বিহি সে বসিয়া দুঁহু মিশাইয়া
গড়ল একই তনু।।