‘বঁধু’ তুমি নিদারুণ নয়।
তোমার কারণে এক পরমাদ
নিশ্চয় করিয়া কয়।।
মনেক বেদনা কহিতে কহিতে
দ্বিগুণ উঠয়ে দুখ।
যেমন দাড়িম্ব ফাটিয়া পড়য়ে
তেমতি করিছে বুক।।
যদি বা কখন কান্দি কোন ছলে
শাশুড়ী ননদী তারা।
বলে –‘শ্যাম লাগি কান্দে কলঙ্কিনী’–
এমতি তাহার ধারা।।
হেন করে মন শুনি কুবচন
গরল ভখিয়া মরি।
তার নাহি দায় শুন শ্যামরায়
তোমারে ছাড়িতে নারি।।
তোমা হেন ধনে ছাড়িব কেমনে
তোমা কারে দিয়া যাব।”
চণ্ডীদাসে কহে — “শুন বিনোদিনি,
কোথা গেলে আর পাব।।”