বংশী আর বার বাজে বনে।
শুনি মোর মন করে উচাটন
ভেটিব শ্যামের সনে।।
অবুধ মুরলী রাধা রাধা বলি
বিপিনে সদাই বাজে।
গুরু গরবিত করিলে বেকত
শুনিঞা মরিএ লাজে।।
খলের বদনে থাকিঞা যতনে
মধুর মধুর গায়।
হাসিতে হাসিতে কুলের সহিতে
পরাণ লইতে চায়।।
আমি চিরদিন পরের অধীন
জানিঞা না জানে বাঁশী।
দীনবন্ধু ভণে চল সখী বনে
নিষেধ করিঞা আসি।।