বচনে মণ্ডিত মঞ্জির রঞ্জিত
কঙ্কণ কবরি শোহন।
ঈষদ সুহাস মধুর পরকাশ
ভ্রূভঙ্গ বিলাস মোহন।।
কুসুম কাননে গোপবধূগণ
বেঢ়িয়া গায় গোপালে।
যেন মনোহর বিজুরি নিকরে
শোভে মেঘমণ্ডলে।।
ভাল তনু মাঝ কিঙ্কিণি বিরাজ
অচল কুচ আঁচল।
কর্ণে ঝলমল মকর কুণ্ডল
রুচির গণ্ড বিশাল।।
কবরি সুন্দর গন্ধ ফুলভর
বান্ধল সুছন্দ ছন্দে।
গোবিন্দ রচিত রসিক মনোরথ
প্রেম দেই প্রেমানন্দে।।