বচন রচন দএ আনলি রাহী।
অবসর জানি বিসরলহু তাহী।।
তোঁহে বড় নাগর ও বড়ি ভোরী।
অমিয় পিয়ওলহু বিস সৌ ঘোরী।।
চল চল মাধব ভল তুঅ কাজে।
জত বোললহ তত সকল বেআজে।।
সুপুরুখ জানি কএল বিসবাসে।
কে পতিআএত ফুলল অকাসে।।
পুরুখ নিঠুর হিয় পরিচয় ভেল।
পর ধন লাগি নিজও দুর গেল।।
নিঅ মনে ন গুনল ন পুছল কেও।
অপনা চরন অপনে দেল ছেও।।
ভনই বিদ্যাপতি এহ রস জান।
রাএ সিবসিংহ লখিমা দেই রমান।।