বটুকে পেটুক কহ শুনি দেবি আই।
আপন কলঙ্ক কানু কিছু জানে নাই।।
আপনা যাই কথা ভাই পরকে কয় পাছে।
মাটি খাওয়াইয়ে অন্ন পরিচয় আছে।।
দীন দ্বিজে পেটুক যে বলিতে পার বটে।
যুবরাজ কেনে ব্রজে ননিচোরা বটে।।
পুরন্দর পূজিবার যে উপকরণ।
শৈল-পূজা-ছলে কেনা সকলি ভক্ষণ।।
সূর্য্য-পূজার বিধি যদি কুটিলার কই।
ভারি ডুরি ভাঙ্গি যায় দণ্ড দুই বই।।
হরি কহ পরিবেশ সহিত মিষ্টান্ন।
বটুরে সাদরে দেহ করি পরিপূর্ণ।।
পরস্পর হাস্যরসে করিলাভোজন।
আচমন করি কৈল তাম্বুল ভক্ষণ।।
বটু সহ হরি সদা হাস পরিহাস।
ব্রজে বিহরই হেরে গোবিন্দদাস।।