বট ভাণ্ডিরে যাবি কানাই আয় রে আয়।
বরজ-বালক সব তোর মুখ চায়।।
ধেনু তৃণ নাহি খায় তোহারি ধেয়ানে।
উচ্চ-পুচ্ছে ধায় সব ব্রজপুর পানে।।
যমুনার তীরে যত রাখালের মেলা।
নাহিক নটন গীত নাহি কারু খেলা।।
তো বিনু নাহিক মুখ গহন কাননে।
যাদবেন্দ্র ডাকে ঝাট দেও দরশনে।।