বদ বদ হরি ছদ্ম না করিহ
বিপদে বেঢ়ল দেশ।
এ তত্ত্ব জানিয়া আগে পলাওল
শ্রবণ দশন কেশ।।
তার পাছে পাছে লোচন বচন
তারা দোঁহে দিল ভঙ্গ।
মোর মোর করি রাত্রি দিনে মরি
যমদূতে দেখে রঙ্গ।।
সুন্দর নগরে প্রতি ঘরে ঘরে
বিষম যমের থানা।
দণ্ড যে দিবস বৎসর গণিছে
কোন দিনে দিবে হানা।।
দারা পুত্র বধূ যতন করিছে
সকলি নিমের তিতা।
মরণ সময়ে হাতে গলে বান্ধি
মুখে জ্বালি দিবে চিতা।।
বদন ভরিয়া হরি না বলিয়া
শমন তরিবে কিসে।
দাস লোচন কহিয়া ফারক
মরিছ আপন দোষে।।