বনমালী কন মোর দুষ্টমন
সন্দেহ করয়ে সবে।
তাহার প্রত্যয় যে করিলে হয়
তাহাই করিতে হবে।।
মনে শঙ্কা করি কাঁচুলি ভিতরি
বাঁশী রাখিয়াছে কেহ।
অতএব তাহা প্রকাশ করিয়া
আমারে প্রত্যয় দেহ।।
ললিতা কহয়ে তাহাই করিব
রাজারে জিজ্ঞাসি আসি।
এতেক কহিতে বসন হইতে
পড়িল শ্যামের বাঁশি।।
তবে কহে শ্যাম দেখ দেখ কাম
বৃন্দাবন-পাটেশ্বরি।
কর আজ্ঞাপন ইহার যেমন
আজ্ঞা হয় সুবিচারি।।
কিঞ্চিতা কুপিতা কহয়ে ললিতা
শুন শুন মহারাণী।
কোটাল কপটে বাঁশী মোর পটে
রেখিছিল এই খানি।।
যদি না মানহ তবে আজ্ঞা কহ
উহারে শাসন করি।
কোটাল সম্প্রতি করুক শপথি
তোমার চরণ ধরি।।
জ্ঞানদাস কহে করহ বিচার
যে হয় তব মনে।
তোমার নাগর চুতুর শেখর
বিচারহ এই জনে।।