বন্ধুর রসের কথা কি কহব তোয়।
মনের উল্লাস যত কহিল না হোয়।।
এক দুই গণনতে অন্ত নাহি পাই।
রূপে গুণে রসে প্রেমে আরতি বাঢ়াই।।
দণ্ডে প্রহরে দিনে মাসেকে বরিখে।
যুগ মন্বন্তরে কত কলপে না দেখে।।
দেখিলে মানয়ে যেন কভু দেখে নাই।
পদ্ম শঙ্খ আদি কত মহানিধি পাই।।
জ্ঞানদাস বলে ভাল মনে মনে থাক।
এড়াইতে নারিলা ঠেকিলা বিষম পাক।।