বন্ধুর সঙ্কেতে আজু যাইতে নারিলুঁ গো
পাপ ননদিনী হৈল বাধা।
দুখেতে আপন ঘরে শুতিয়া রহিলুঁ গো
বিহি পূরাইল মনসাধা।।
সজনি সে সুখ কি কহিব অনেক।
পিয়া আসি যেন মোরে নিকুঞ্জ কানন ঘরে
স্বপনে হইল পরতেখ।।
বুকে বুকে মুখে মুখে নিবিড় মদন সুখে
কত না আরতি সে না কথা।
ননদী জনিত দুখ জাগরণে যত ছিল
ঘুমাইলে গেল সব বেথা।।
কতনা যতন করি বেশ বনাইল গো
এ রস বিলাস কৈল কত।
এক মুখে তোহে হাম তাহা কি কহিব গো
রভস কৌতুক যত যত।।
হেনকালে নিঁদ টুটি জাগিয়া বসিলুঁ গো
স্বপন নারিলুঁ বুঝিবারে।
সেই হইতে প্রাণ মোর আনছান করে গো
বিন্দু পরবোধে বারে বারে।।