বন্ধুয়ারে ! দেখিলুম কদম তলে তোর রূপ।। ধু
যখন দেখিলুম শ্যাম কালিন্দীর কূলে। সেই ধরি রাজহংস নাচে শত দলে।।
ষট চক্র মধ্যে মোর বহে ষট্‌ ঋত। পঞ্চ শব্দে যন্ত্র বাহে গাহে তোর গীত।।
হীন আলি রাজা ভণে গুরুদাতা সার। ষট্‌ কালে রোমে রোমে গুণ গাহে যার।।