বন্ধু আমার নয়নের ধার গো কালা, আমার নয়নের ধার।।
আর পূর্বে দিয়া উঠে চান্দ ঘর বইয়া দেখি।।
বেহুঁশ হইয়া ঘুমাই রইলে নয়ানে না দেখি গো।।
আর আগে যদি জানতাম বন্ধুরে যাইবায় রে ছাড়িয়া
অভাগিণী না যাইতাম নিন্দে গো।।
আর কইন মুরশিদ মজাইদ চান্দে ধিয়ানে ধিয়ানে
ধিয়ানে আছইন মুরশিদ পবনে মিলান।।