বন্ধু হে কানাঞি মোর বন্ধু হে কানাঞি।
তোমা বিনে তিলেক জুড়াতে নাঞি ঠাঞি।।
এ ঘরকরণে বন্ধু আগুনির খনি।
তোমার পিরিতি লাগি রাখ্যাচি পরাণি।।
আগম দরিয়া মাঝে তৃণ সম ভাসি।
উচিত কহিতে নাঞি এ পাড়া পড়সি ।।
শীতের উড়ানি শ্যাম গিরিষের বায়।
বরিষার ছত্র তুমি দরিয়ার না।।
তুমি যদি কর দয়া এত দুখে দুখ।
জ্ঞানদাসে কহে রাধা তিলেক লাখ যুগ।।