বন বনমালি বরজপুর আওল
বাওল সুমধুর ডঙ্কা।
শুনি সব লোক সুখনিধি নিমগন
দূরে গেও চিরদুখ শঙ্কা।।
হরি হরি ব্রজজন দুরদিন গেল।
যাকর লাগি আগি জ্বলু প্রতি ঘরে
তাকর দরশন ভেল।।
নন্দ যশোমতি রোহিণী সঙ্গতি
নিকসল ব্রজজন সঙ্গে।
দাম শ্রীদাম সুবল মধুমঙ্গল
ধাওল নিজ নিজ রঙ্গে।।
সরবে উচ্চ পুচ্ছ করি শিরোপরি
মিলল ধবলী হংসী।।
পঙ্গু জরতী যতি জঙ্গম শিশুমতি
নিজ নিজ করম প্রশংসি।।
চন্দ্রাবলী সহ চন্দ্রবদনী ধনী
সঙ্গিনী চান্দকি মালা।
সো বর কানকি দিঠিজলে সিঞ্চই
দূর সঞে নিরখিতে গেলা।।
যশোমতি রোহিণী পদপঙ্কজরজ
দুহুঁ নত লেওল মাথে।
ব্রজপতি চরণে সো পনু লোটাইতে
মুখ চুম্বল ধরি হাতে।।
হসি হসি গলে গলে মিলল সুবদন
প্রিয়তম দাম সুদামে।
সুবল আলিঙ্গনে নয়ন নীর ঝরু
অরু মধুমঙ্গল ধামে।।
নিজ করপল্লব সঘনে ফিরাওয়ি
ধবলী হংসী দুহু পীঠে।
বিরহিণী নিকর সম্ভাষই মুহু মুহু
সজল দীঘল দুহু দীঠে।।
দেই জলধার লেই চলু যশোমতি
হরি হলধর দুটি ভাই।
নীলাম্বর কহে অব বিহি অবিমুখ
বরজে আনন্দ বাধাই।।