বরজ-কিশোরী ফাগু খেলত রঙ্গে।
চূয়া চন্দন আবীর গুলাব
দেয়ত শ্যামের অঙ্গে।।ধ্রু।।
ফাগু হাতে করি ফিরত শ্রীহরি
ফিরি বুলত রাই।
ঘুমট উঠায়ে বয়ান ছাপায়ে
যৈছে চাঁদ লুকাই।।
ললিতা সখী ফাগু হাতে কবি
দেয়ত কানু নয়ান।
ভানু কিশোরী দুহুঁ বাহু ধরি
মারত শ্যাম বয়ান।।
আউর একসখী জীউ জীউ করি
কাঁহা লাগাও আবীর।
ফাগু লেই কান নয়ন দেয়ত
হাঁ হাঁ করত কবীর।।