বলাই দাদা এই বার আমার
আঁখি বান্ধি ধররে।
লুকাগ রে রাখালগণে
করি আমি অন্বেষণে
ধরে এনে দিব তোমার করে রে।।
আমি একবার যারে ছোঁব
তার সঙ্গে পোস লিব
একে একে চড়িব সব কান্ধে রে।
শুনরে কানাই ভাই
রাখালে ধরতে পারিবে নাই
ভুলিয়া যাই বা কোন খানে রে।।
পথ ভুলিবরে যখন
বাঁশিতে গাইব তখন
এইবার দাদা লয়ে যাও মোরে রে।
বলাই কোলে বসিল কানাই
মরি শোভার বালাই যাই
চাঁদে মেঘে উদয় যেমন রে।।
আঁখি বান্ধে বলাই চান্দ
লুকায় রাখাল করি সুছান্দ
লুকায় সবে নিবিড় কাননে।
আঁখি ছাড়ি দিল বলাই
সব রাখালে ছোঁগা কানাই
দুখী কৃষ্ণদাস নিরক্ষণে।।