বাঁশীরব শুনি কানে চিত না ধৈরয মানে
অমনি উঠিলা রসবতী।
কে যাবে আমার সঙ্গে বিপিন বিহার রঙ্গে
ভেটিবারে গোকুলের পতি।
ললিতা কহেন রাধে সাজাইব মনসাধে
এমনি যাইবে কেনে ধনি।
শেষে সব সখীসঙ্গে বিপিন বিহার রঙ্গে
যেতে হবে তাও মোরা জানি।।
রাইক সাজন ভালে লবঙ্গ মালতী মালে
হরিচন্দনের বিন্দুভালে।
দোসূতি মুকুতার মালা আনি এক ব্রজবালা
তুলি দিল রায়ের কপালে।।
রাই মোর ভূষণ পরে মোহনের মন হরে
আপনে ধরিতে নারে চিত।
নিজ অঙ্গ দরপণে প্রতিবিম্ব দরশনে
ধনী ভেল আপনে মোহিত।
রাই নব কমলিনী কান্তি জিনি সৌদামিনী
সৌদামিনী ভূষণে ভূষিত।
জ্ঞানদাসেতে কয় মোর মনে হেন লয়
চান্দ যেন নেমেছে ভূমিতে।।