বিদগধ নাগর কাতর দেখিয়া অতি
চমকিত দোতিক চীত।
ঐছে বিলাপ শুনিতে তনু পুলকিত
অন্তরে ভেল বহু ভীত।।
মাধব থীর করহ নিজপ্রাণ।
তোহে উপেখি সোই কুল কামিনি
কা সঞে সাধব মান।।
তুয়া লাগি হাম তাহে বহু সাধব
তোহে লেয়ব তছু ঠাম।
মানিনি-মান মানাই তোহারি সনে
পুরায়ব সব মনকাম।।
এতহুঁ নিদেশ কহল যব সো সখি
কহ পুন জোড়ি নিশাস।
সো সব শুনইতে হৃদয় বিদারয়ে
কহ যদুনন্দন দাস।।