বিনোদিনীর বিনোদ কবরী খসি গেল।
হোর দেখ নাগরের চূড়া আউলাইল।।
আহা মরি রাই মুখ কি মধুর লাগে।
ঠাঞে ঠাঞি রাতুল শ্যাম অধরের রাগে।।
ও কি ও কি শ্যামচাঁদ মুখে ও রঙ্গিমা।
উহা দেখি সুখ উঠে নাহি পাই সীমা।।
হেম নীল কান্তি ধর বুকের খেলনে।
ওই ওই চিত্র রাগ ভৈ গেল খণ্ডনে।।
আই আই নিতম্বের নাহিক সামাল।
বসন ভূষণ সব হৈল উলঢাল।।
এ কি এ কি যুবরাজ দুরবল লাগে।
কমলিনী ক্ষণে ক্ষণে অতিশয় জাগে।।
গিরিবরে গিরিধর যবে কৈল রাস।
এই সে কারণ কহে কৃষ্ণকান্ত দাস।।