বিনোদিনী কনকমুকুরকাঁতি।
শ্যামবিলাসে সুন্দর তনু
সাজাঞা কতেক ভাঁতি।।ধ্রু।।
রসের আবেশে গমন মন্থর
ঢুলি ঢুলি চলি যায়।
আধ ওঢ়নি ইষত হাসনি
বঙ্কিম নয়নে চায়।।
সীঁথের সিন্দূর মদন মুগধ
তাহে চন্দনের রেখা।
নবজলধরে অরুণের কোরে
নবীন চাঁদের দেখা।।
নীল বসন রতনভূষণ
জলদে দামিনী সাজ।
চাঁচর কেশে বিচিত্র বেণী
দুলিছে পিঠের মাঝ।।
শ্যামানন্দ পহুঁ আনন্দমন্দিরে
কলপতরুর মূলে।
রসে ঢলল বসিলা নাগরী
শ্যামনাগরের কোলে।।২।।