বিনোদ শ্যামের রূপ হেরি প্রাণ কান্দে।
নাগরীমোহন চূড়া বান্ধে কত ছান্দে।।
দোসুতি মুকুতার মালা কেশের সাজনি।
রতনে জড়িত মণি মাণিকের খিচনি।।
মল্লিকা-কলিকা শোভে চূড়ার দুই পাশে।
ভুবন ভুলাইলে ময়ূর-পাখের বিলাসে।।
নবঘন জিনি অঙ্গ পীত পরিধান।
আগে পাছে কত মত্ত অলি করে গান।।
নীরে নিরখি রূপ সুখের নাহি ওর।
আপনার রূপে নাগর আপনি বিভোর।।
রহই ত্রিভঙ্গ হই হিলন কদম্ব।
দাস অনন্ত চিতে লাগি গেল ধন্ধ।।