বুঝাঞা বধূরে কহয়ে সত্বরে
দেব পূজিবার তরে।
ক্ষণেক শয়ন কর সব জন
আলস করহ দূরে।।
পূজন সাজন কর সব জন
যাহাতে দেবতা পূজি।
কর্পূর চন্দন বিবিধ পক্বান্ন
পাঁচফুলে ভর সাজি।।
দেবতা ভবনে থাকিবে যতনে
লইয়া আপন সখী।
পূজন লাগিয়া যতন করিয়া
বটুরে আনিবে ডাকি।।
জটিলাবচনে সব সখীগণে
শয়ন করিলা আসি।
রাইয়েরে বাখানে সব সখীগণে
শেখর বাখানে হাসি।।