বুঝিনু ভাবিনীর ভাব নহে দৈত্য দানো।
কদম্বতরুয়াবাসী দেবে কিছু মানো।।
সব দেব হাঁকারিয়া কহি শ্রুতিপুটে।
কালিয়া কোঙর নামে কাঁপি ঝাঁপি উঠে।।
কালিয়া কোঙর সেই বৈসে কদম ডালে।
সুকুমারী দেখিয়া পাঞাছে শিশুকালে।।
মনে কিছু না ভাবিহ প্রাণে না মারিবে।
নিজ পূজা পাইলে আপন ঘরে যাইবে।।
নিরবধি কালোছায়া ফিরে সাথে সাথে।
কি করিবে মণি মন্ত্র কালা অপঘাতে।।
বংশীবদনে কহে এই কথা দড়।
নিজ পূজা না পাইলে পরমাদ বড়।।