বুঢ়া তুমি কি আর গরব ধর।
এ ভব সংসার- সাগর তরিতে
হরিনাম সার কর।।
পাকিল কুন্তল গায়ে নাহি বল
কাঁকালি হইল বঙ্কা।
হাতে নড়ি করি যাও গুড়ি গুড়ি
হুড়ি পড়িবারে শঙ্কা।।
সন্ধ্যায় শয়ন কাস ঘন ঘন
সঘনে ডাকিছে গলা।
আবৃত বসন ঘুচাইয়া দেখ
উদিত হৈয়াছে বেলা।।
শ্বাস যে রোদন লঘ্বি ঘনে ঘন
সঘনে পিবহ পানী।
অতয়ে বদন ভরি বোল হরি
দাস বলরামের বাণী।।