বৃকভানুপুরে গিয়া কুতূহলে

বৃকভানুপুরে গিয়া কুতূহলে
সুবল এ চারিজনে।
রাজার দুয়ারে এ গান বাজন
করেন আনন্দ মনে।।
কেই গায় অতি কেহ বায় তথি
আনন্দ কৌতুক মনে।
বৃকভানু রাজা শুনি সুললিত
অতি সে মধুর তানে।।
রাজা কহে ”কোন গুণীর গমন
জান একজন দ্বারে।
নেহত খবর আনহ গোচর
ভেজিয়া দিল সে চরে।।
গিয়া একজন বুঝল কারণ
”কেন বা আইলে তোরা।
কোন দেশে ঘর কহত সত্বর
কি বটে তোদের ধারা।।
রাজা বৃকভানু পাঠাইল পুন
লইতে তোদের তরে ।
কোন জন মোর দুয়ারে প্রবেশি
গায়ন বাজন করে।।”
কহে বাজীকর ”শুনহে উত্তর
বিদেশে মোদের ঘর।
গুণিজন হই আইনু হেথায়
লই আমাদের সর।।
এই সে লালসে হইল মানসে
আইল পঞ্চম বালা।
রাজার গোচর কহে বাজীকর
দেখাব বাজীর খেলা।।
কিছু গুণগ্রাম করিব সন্ধান
খেলিতে বাজীর খেলা।
এই সে কারণে আইল যতনে
এ পঞ্চ করিয়া মেলা।।”
ভাল ভাল বলি আইল সে চর
আইল রাজার পাশে।
চণ্ডীদাস কহে শুন মহারাজা
বড় গুণিজন সে।।



অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ