বৃন্দাবনে রাই আমি হে
সদাই বাঁধা যে তোমার ঠাঞি।
প্রেম পিঁজিরায় বেন্ধছ কিশোরি
যাবার পথ যে নাই।।
মোর বামে তুমি প্রাণেশ্বরি
আমি বদন ফিরায়ে চাই।
কিশোরি তোমার রূপের মাধুরী
দেখিতে নয়ন বেঁকেছে রাই।।
কিশোরি তোমার বাঁকা চাহনিতে
আমার নয়ন বেঁকেছে বামে।
ধড়ার অঞ্চলে মুছাই তোমার
বদন যখন ঘামে।।
নিশি দিশি রাই সদাই ধেয়াই
বাঁশীতে তোমার গুণ যে গাই।
তোমার নামের প্রেমামৃত রস
বাঁশির দ্বারাতে পাই।।
ছি আর আমার এ কালো বরণ
কেন বা রেখেছ কিশোরি।
প্রেম অনুরাগে চিতে সাধ লাগে
তব রূপ গুণ ধরি।।
কাজ কি আমার এই মোহন বাঁশী
ধড়া চূড়া বনমালা।
নাগরী হতে সাধ লাগে চিতে
নাগরালি বড়ো জ্বালা।।
ছি ছি তুমি আমার ঘুচাহ সুন্দরী
কালিয়া কুটিল নাম।
কান্ত কহে ক্রমে কিশোরীর প্রেমে
গৌর হইবে শ্যাম।।