বৃ্ন্দাবন মনোমোহন ধামে।
শশি কিরণাঞ্চিত বিবিধ কুসুমযুত
অলিকুল ঝঙ্করু কোকিল গানে।।ধ্রু।।
নৃত্যতি মৌর কপোত শুক বোলত
ফিরি গাওত পিকু শারি বিলাসে।
পারাবত বনি করত মধুর ধ্বনি
চাতকি রীত পিয়ই পিয় ভাষে।।
যমুনাসমীপ নীপ বরবৈভব
সৌরভ কুন্দ কুমুদ-মৃদুপবনে।
মুনিঋষি স্তুত অপসর নাচত
কঙ্কণকিঙ্কিণি নূপুর কলনে।।
শিব নারদ অজ গাওত অবিরত
সতত উদয় দ্বিজরাজে।
রাধামন্ত্র জপন অনুশীলন
আনন্দকন্দ নন্দসুত রাজে।।
কনকভূমি পর কলপতরুবর
মণিময় মন্দির সুন্দর সাজে।
কনকাঞ্চিত রতনাসন শোহন
কুসুমপুঞ্জ সুখশেজ বিরাজে।।
তাঁহি মিলল ধনি প্রেমপরশমণি
মোহন পিয়া মনোমোহনে।
রায় বসন্ত ভণ রাই কানুমীলন
অবলোকই তহিঁ উলসিত নয়নে।।