…..বেসি নাগর
ধরিয়া নারীর বেশ।
অতি অদভুত আনন্দ-মগন
করত রসের লেশ।।
বিনোদিনী রাধা রসের অগাধা
আাছিলা গৃহের কাজে।
হেনক সময়ে মিলল দুজনে
একেলা মন্দির-মাঝে।।
নিজের মন্দিরে লইয়া রামারে
সুধাই সরস বাণী। —
“কেন বা আইলা কহ না সুন্দরি,
কি হেতু ইহার শুনি।।”
রাধা কহে –“শুন নবীন নাগরি,
কোথাহ বসতি তোর।
কাহার রমনী কুলের কামিনী
কিহেতু গমন তোর।।”
রাধার বচন [শুনিয়া] সুন্দরী
কহিতে লাগল তায়।
আমার বসতি গোকুল-নগরে
শুনহ এ অভিপ্রায়।।
গোপের গৃহিণী রাজার নন্দিনী
আইল বিয়োগ পাই।
না গেনু আনহ গোপের মন্দিরে
আইল তোমার ঠাঁই।।
তুমি বৃখভানু রাজার নন্দিনী
আমি সে রাজার ঝি।
তেই সে আইল তোমার নিকটে
আনহ বলিব কি।।
আন গোপঘরে আমার রহিতে
তিলেক উচিত নয়ে।”
দিবা অভিসার নহে পরিচয়
দীন চণ্ডিদাস কয়ে।।